হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কালআদাম-তানজিমের সদস্যরা কাতার থেকে পাকিস্তানে নিজ গ্রামে ফিরে আসা যাত্রীদের গাড়িতে গুলি চালায়, যার কারণে একজনের মৃত্যু হয় এবং অপর জন আহত।
উল্লেখ্য, পাকিস্তানের পারাচানার অঞ্চলে শিয়া পরিচয় নিয়ে অনেক ঘটনা ঘটেছে।
চলতি বছরের মে মাসে শনাক্তকরণে ৪ শিয়া শিক্ষককেও হত্যা করা হলেও খুনিরা এখনও গ্রেফতার হয়নি।
মনে রাখতে হবে, টার্গেট কিলিং-এর ঘটনা বন্ধের দাবিতে পারাচানারের মুমিনরা কয়েক দফা বিক্ষোভ করেছেন।
আপনার কমেন্ট